দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার পাশাপাশি হাইব্রিডদের বিষয়ে সতর্ক থাকতে হবে- এহছানুল হক মিলন

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার পাশাপাশি হাইব্রিডদের বিষয়ে সতর্ক থাকতে হবে- এহছানুল হক মিলন

রাজীব চন্দ্র শীল (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুরের কচুয়া আসনের দুই বারের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,দলীয় নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধতার সময়। তবে অবশ্যই সবাইকে হাইব্রিডদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

৩১ আগষ্ট শনিবার বিকালে কচুয়া পৌরসভাস্থ হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি’র আয়োজনে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বলেন, আমার জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য। আর সেটাই করে যাচ্ছি। আমার ও আমার পরিবারের দ্বারা মানুষ সবসময় উপকার পেয়েছে। আর সেটা যাতে অব্যাহত থাকে সেজন্য সবার দোয়া চাই। বক্তব্যের শুরুতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কচুয়ার ৩ জনসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার বেবী। এতে কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী ও যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন নবী সুমনের যৌথ সঞ্চালনায় চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও কচুয়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন নবী সুমন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের ব্যক্তিগত সহকারী ও উপজেলা বিএনপি’র দপ্তর দপ্তর সম্পাদক শরীফ শাহজীসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন দলের তৃণমূল পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

সর্বশেষ