বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বরিশাল ব্যুরো :-
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রাহি.) রুহের মাগফিরাত এবং ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ শুক্রবার নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর সভাপতি মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শ্রমিক নেতা জাফর ইকবাল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের মহানগর উপদেষ্টা ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। এছারা আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক শ্রমিক নেতা মশিউর রহমান, মহানগর শ্রমিক কল্যাণের সহসভাপতি আব্দুর রহিম, শ্রমিক নেতা মোস্তফা কামাল, শফিকুল আলম ছালাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযয়ম হোসাইন হেলাল বলেন,ইসলামী শ্রমনীতি অনুযায়ী শ্রমিকদের অধিকার আদায় করা হবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। এটাই বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নীতি আদর্শ। আমাদের শ্রমিক ভাইয়েরা পরিশ্রম করে কিন্তু তারা তাদের পরিশ্রমের পর্যাপ্ত পারিশ্রমিক না পেয়ে তাদের পারিশ্রমিকের টাকা চলে যায় কিছু ব্যাক্তির পকেটে যার ফলে প্রকৃত শ্রমিক তার পরিবারের চাহিদা পুরন করতে পারেনা। ইসলামি হুকুমাত কায়েম হলে শ্রমিকের টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি হবে না, তাদের টাকা তাদের কাছে থাকবে।

বিশেষ অতিথি অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর শ্রমিকদের উদ্দেশ্য বলেন, বিগত বছর যেসব জালিমরা শ্রমিক নেতারা নিরীহ শ্রমিকদের উপর জুলুম করেছে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করছে তাদের বিচার করা হবে, তবে সেই বিচার আমরা নিজেরা করবো না, দেশের প্রচলিত আইনের মাধ্যমে হবে। বরিশালের সকল শ্রেনীর শ্রমিক ভাইদের নিয়ে শ্রমিক কল্যাণের ইউনিট গুলোকে শক্তিশালী করতে হবে। শ্রমিকদের যে কোন সমস্যায় আপনারা শ্রমিক কল্যাণের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করব।

সর্বশেষ