মোরেলগঞ্জে মহাসড়কে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ছাত্রদের অবরোধ

শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি :বাগেরহাটেরমোরেলগঞ্জে ছাত্রদের অবরোধে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত চচ্ছে। বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে।
এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রপ্ত অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ বলেন, কলেজে নিয়মিত ক্লাস চলছে। তবে উপস্থিতি কম। কারা সড়ক অবরোধ করে আন্দোলন করছে, তা তার (অধ্যক্ষের) জানা নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি অনুয়ায়ী হাফিজুর রহমান গত ৮ আগস্ট পদত্যাগ করে ছুটিতে আছেন। এরপরেও কারা আন্দোলন করছে, তা জানা নেই। এটা কোনো ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন অধ্যক্ষ। ##

সর্বশেষ