বন্যাদুর্গতদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

হাবিব আহম্মদ মোল্লা, (রায়পুরা )নরসিংদী প্রতিনিধি:

কয়েকদিনের আকস্মিক বন্যায় ক্ষডুগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালো ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ফেনী সদর উপজেলার শর্শদি বাজার এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
আজ (২৮ আগস্ট) স্থানীয় শরিষাদী উচ্চ বিদ্যালয়ে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
‘আমরা বিএনপি পরিবার’ সেলের-উপদেষ্টা,আহবায়ক, সদস্য ও স্বেচ্ছাসেবকরা এসব বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে-চিড়া,গুড়,চাল,আলু,স্যালাইন, নাপা/প্যারাসিটামল, শিশু পেশাক, বড়দের জন্য শাড়ি, লুঙ্গি, গামছা, মোমবাতি, লাইটার, টর্চলাইট প্রভৃতি।
এ সময় উপস্থিত ছিলেন,নরসিংদী-৫আসন রায়পুরা নির্বাচনী এলাকা থেকে ধানের র্শীষ প্রতীক এর প্রার্থী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি সেলের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, সহ-সাংগঠনিক মশিউর রহমান মহান প্রমুখ।
নরসিংদী-৫আসন রায়পুরা নির্বাচনী এলাকা থেকে ধানের র্শীষ প্রতীক এর প্রার্থী হয়ে ছিলেন ও কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন,বন্যার জন্য জলবায়ু পরিবর্তন ও অভিন্ন নদীর উজানে ভারতের বাঁধ দেওয়াকে দায়ী করেছেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তিনি বলেন, ভারতের বাঁধের কারণে নদীর নাব্যতা কমে যাচ্ছে। তাতে বর্ষা মৌসুমে নদীগুলো পানি ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছে। কুমিল্লায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কালে আরও বলেন, ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়। দেশের ভেতরে নদী ও খাল খনন। নদী দখল প্রতিরোধে দীর্ঘ মেয়াদে রাজনৈতিক সংগ্রাম করা না গেলে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে হবে। ত্রাণতৎপরতা আরও জোরদার করা দরকার বলে মনে করেন তিনি। সবার কাছে যাতে সহায়তা পৌঁছায়, সমন্বয়ের মাধ্যমে তার ব্যবস্থা করা জরুরি। পরে সরকার, রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে। যাতে বন্যার ক্ষয়ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। সঠিক পদক্ষেপ গ্রহন করতে হবে।

সর্বশেষ