দ্রুত বেতন পাওয়ার দাবীতে কর্মচারীদের মানববন্ধন

বরিশাল ব্যুরো:

বরিশালের আগৈলঝাড়ায় এনজিও’র বিরোধ নিয়ে পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না ১৬ জন কর্মকর্তা ও কর্মচারীরা। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে বেতনা না পাওয়া ১৬টি পরিবারের লোকজন।
বাংলাদেশ মিশন সার্ভিস বর্তমান নাম ডক্টর জন নিহার রঞ্জন বিশ্বাস সেমিনারী এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এনজিওতে অবৈধ ভাবে কর্মী প্রত্যাহার ও ১৬ জন কর্মকর্তা-কর্মচারী তারা দীর্ঘ ৫ মাস যাবৎ বেতন না পাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন।
এর প্রতিকার চেয়ে বেতন বঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীরা জানান, মিশন সার্ভিস নামে একটি এনজিও দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে আসছে। তাদের এনজিওতে ২৮জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে। এনজিও’র পরিচালক নিহার রঞ্জনের মৃত্যুর পরে তার স্ত্রী নওমী এন বিশ্বাস পরিচালনা করে আসছে। নওমী এন বিশ্বাস এনজিও পরিচালনার দায়িত্ব নেওয়ার পরই আগৈলঝাড়া আস্কর বাংলাদেশ মিশন সার্ভিস বর্তমান নাম ডক্টর জন নিহার রঞ্জন বিশ্বাস সেমিনারী এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মকর্তা ও কর্মচারীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক গ্রæপের নেতৃত্বে রয়েছে ওই এনজিওর ম্যানেজার মঞ্জু বালা ও আরেক গ্রæপের নেতৃত্বে রয়েছেন বর্তমান স্থানীয় পরিচালক মিল্টন বিশ্বাস। এর পরে মিল্টন গ্রুপের ১২জন কর্মকর্তা ও কর্মচারীরা বেতন পেলেও মঞ্জুবালা গ্রুপের ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়।
দরিদ্র ১৬জন কর্মকর্তা-কর্মচারীরা ৫ মাস ধরে বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। বেতন পাওয়ার দাবীতে গতকাল বুধবার দুপুরে বেতন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে ম্যানেজার মঞ্জু বালার সভাপতিত্বে সভা করেছেন।
ওই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মিশন সার্ভিসের ডেভেলমেন্ট কর্মকর্তা মাজহারুল ইসলাম নিপু, কর্মচারী পুরহিত আশীষ হালদার, ধলু ভাঙ্গা, অলি কর্মকার, লাকী মিত্র ও রঞ্জন রায়সহ প্রমুখ।
এব্যাপারে বেতন পাওয়া এক গ্রুপের প্রধান মিল্টন বিশ্বাস বলেন, আমিসহ ৩-৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অপর পক্ষের মাজহারুল ইসলাম নিপু। ওই মামলা এনজিও’র পরিচালক তুলে নেওয়ার অনুরোধ করলেও তারা মামলা তুলে নেয়নি। এছাড়াও এনজিও’র কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৭ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে মঞ্জু বালা ও নিপু আত্মৎসাৎ করেন। একারনে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে।
ম্যানেজার মঞ্জু বালা বলেন, অবৈধ ভাবে কর্মী প্রত্যাহার ও ১৬ জন কর্মকর্তা-কর্মচারী তারা দীর্ঘ ৫ মাস যাবৎ বেতন না পাওয়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। অতিদ্রæত এই বেতনের টাকা পরিশোধ না করলে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়া হবে।

 

সর্বশেষ