বন্যা কবলিত এলাকায় গেল বেনাপোল বাসীর দেয়া নগদ অর্থ ও ত্রান সামগ্রী

মোঃ আরিফুল ইসলাম , বেনাপোলপ্রতিনিধিঃ বন্যার্তদের সাহায্যের্থে বেনাপোলবাসীর দেয়া নগদ অর্থ ও ত্রানসামগ্রী নিয়ে রওনা দিয়েছে একটি পন্যবাহী ট্রাক। শিক্ষার্থী ও জনতা মিলে অক্লান্ত পরিশ্রম করে এসব উপহার সামগ্রী জমা করে দুপুরে সংবাদ সম্মেলনের পরে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

এসব অর্থ, খাদ্য ও ত্রান সামগ্রী খুলনা ও পাইকগাছার বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে বিতরণ করা হবে। খাদ্য ও ত্রানসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, স্যালাইন, কাপড় সহ বিভিন্ন খাবার সামগ্রী।

মঙ্গলবার দুপুরে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোলের প্রধান উপদেষ্টা সাবেক শিক্ষক আব্দুল মান্নান সহ সংবাদ সম্মেলনে বেনাপোলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নগদ অর্থ সহ পণ্য ও খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় থেকে রান্না করে খাবার খাওয়াবেন ছাত্র জনতায় গঠিত এসব স্বেচ্ছাসেবকরা।

সর্বশেষ