প্রতিবন্ধী বৃদ্ধ দিয়েছেন টাকা আরেক বৃদ্ধ দিলেন নতুন কাপড়,বন্যার্তদের পাশে বরিশালবাসী

প্রতিবন্ধী বৃদ্ধ দিয়েছেন টাকা আরেক বৃদ্ধ দিলেন নতুন কাপড়,বন্যার্তদের পাশে বরিশালবাসী

বরিশাল ব্যুরো:-
বন্যাকবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সবধরনের সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে নেমেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। বন্যার্তদের সহযোগিতায় মাইকিং করেও সাধ্যমতো সহযোগিতা উত্তোলণ করছেন শিক্ষার্থীরা। নগরীসহ পুরো জেলাজুড়ে ফুটে উঠেছে এসব চিত্র।
নগরীর রূপাতলীর ধান গবেষণা সড়কে সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণত্রাণ কার্যক্রমের প্রচারনাকালে শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধকে (৬৫) দেখা গেছে সাধ্যমতো অর্থ দিয়ে সহযোগিতা করতে। একইসময় অপর এক বৃদ্ধা (৬০) নিজের জন্য ক্রয় করা নতুন শাড়ি কাপড় বন্যার্তদের জন্য দিচ্ছেন। প্রায় একই সুরে ওই দুই বৃদ্ধর দাবি, সৃষ্টিকর্তা আমাদের এখন পর্যন্ত ভাল রেখেছে। কিন্তু যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে, সেখানকার মানুষের আর দুর্ভোগের শেষ নেই। তাই তারা বন্যার্তদের পাশে থাকার জন্য তাদের সাধ্যমতো সহযোগিতা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীসহ জেলার বিভিন্ন এলাকার গণত্রাণ কার্যক্রমে শিশুরা ত্রাণ নিয়ে ছুটে আসে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের অর্থ ও ত্রাণ সংগ্রহ কার্যক্রমে গত পাঁচদিনে অর্থ সংগ্রহ হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৯১৯ টাকা। এছাড়া আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ অর্থ সংগ্রহ করেছে। সূত্র মতে, গত ২২ আগস্ট থেকে কয়েকটি সংগঠন বরিশালের বিভিন্ন জায়গায় অর্থ ও ত্রাণ সংগ্রহ শুরু করে। এরপর ২৪ ও ২৫ আগস্ট গণত্রাণের কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো।
সংগঠনগুলোর এক সমন্বয়ক জানান, গণত্রানে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেছেন বরিশালবাসী। বন্যার্তদের জন্য তারা যে জামা কাপড় দিয়েছেন তাতে প্রায় তিন ট্রাকের মতো হবে। এছাড়া বিভিন্ন কোম্পানি থেকে শুকনা খাবারও দিয়েছেন। অর্থও জমা হয়েছে। তাদের দেওয়া অর্থ ও ত্রাণ আমরা বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিবো। আগামি ২৮ আগস্ট ভোররাতে আমরা ৩০ জনের একটি দল বন্যা দুর্গত এলাকায় রওনা দিবো। যেখানে ছয়জন করে পাঁচটিস্থানে গিয়ে আমরা বন্যার্তদের সাহায্য করবো।

বরিশালের গুলিবিদ্ধ ছাত্রদল
নেতাকে ঢাকায় প্রেরণ
বরিশাল ব্যুরো:-
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বরিশাল নগরীতে পুলিশের গুলিতে আহত হয়ে টানা ২২দিন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান (২২)। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা হচ্ছিলো না।
বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেদীর উন্নত চিকিৎসার জন্য অতীতের ন্যায় ছুঁটে এসেছেন মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবীর জাহিদ। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য গুরুত্বর আহত মেহেদী হাসানকে ঢাকার চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে লঞ্চযোগে আহত মেহেদী হাসানকে ঢাকায় প্রেরণ করা হয়। মীর জাহিদুল কবীর জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মেহেদী হাসানের উন্নত চিকিৎসার সকল ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছি।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট নগরীর করিম কুটির এলাকায় মিছিলের উপর পুলিশের গুলিবর্ষণে ছাত্রদল নেতা মেহেদী হাসানের শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মেহেদীর শরীর ও মাথায় একাধিকবার অস্ত্রপাচার করে সাতটি গুলি বের করা হলেও তারা চোখের মনিতে বিদ্ধ গুলিটি বের করা সম্ভব হয়নি। শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা দ্রæত উন্নত চিকিৎসার জন্য মেহেদীর পরিবারকে পরামর্শ দিলেও অর্থাভাবে তার (মেহেদী) চিকিৎসা হচ্ছিলোনা।

 

প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে
বরিশাল ব্যুরো:-
নগরীতে প্রি-পেইড মিটার স্থাপন সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিদ্যুত ব্যবহারকারীদের পক্ষ থেকে ওজোপডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর বরিশালের চাঁদমারি শাখার নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, দপ্তর সম্পাদক রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সাবেক শিক্ষক মাসুদ চৌধুরী, সমাজসেবক বিলিয়ন পলাশ, ছাত্র নেতা আকিউর রহমান লিমন, রাইদুল ইসলাম সাকিবসহ অন্যান্যরা।
শেষে চাঁদমারি বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, ইতোমধ্যে বাংলাদেশের বিদ্যুৎখাত লুটপাটের আখরা হিসেবে পরিনত হয়েছে। বিদ্যুৎ গ্রাহকরা প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। বরিশালে প্রিপেইড মিটার স্থাপন আর একটি হয়রানির ফাঁদ। বক্তারা আরও বলেন, আমরা রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে প্রি-পেইড মিটার ব্যবহারকারী ও গণমাধ্যমের সংবাদে অবগত হয়েছি যে, এটা একটি জটিল মিটার। এতে ব্যবহারকারীরা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। প্রাথমিকভাবে ওজোপাডিকো বরিশাল শাখার প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য স্মারকলিমি পেশ করা হয়েছে। এ দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বরিশালে অবৈধ মালামাল জব্দ
বরিশাল ব্যুরো:-
জেলার মুলাদী ও হিজলা উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মাছ ধরার বিপুল পরিমান অবৈধ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মুলাদীর পাতারচর মরা নদী সংলগ্ন মহিষগুদি গ্রামের নিমাই দাসের ছেলে তপন দাসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে একটি রাক্ষুসে বেহুন্দী জাল, চারটি গ্রাফি, চারটি ড্রাম ও জালের কাছি জব্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, জব্দ করা অবৈধ মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

সর্বশেষ