ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা মোঃ শাহীন মিয়া (৪৮) ও চঞ্চল (৩৮) নামে দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া-সুলতানপুর বাইপাস সড়কের কোড্ডা রেল কেবিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ৫জন যাত্রী আহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল অরোহীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের মৃত বাচ্চু চৌধুরীর সৌদি প্রবাসী ছেলে মোঃ শাহীন মিয়া (৪৮) ও সদর উপজেলার বডার-বাজার (মধ্যপাড়ায়) এলাকার মৃত শংকর মিয়ার ছেলে চঞ্চল (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোড্ডা রেল কেবিন এলাকায় একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এবং সিএনজিতে থাকা ৫জন আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

একাধিক বার ফোন করে সৌদি প্রবাসী নিহত শাহীন মিয়ার বড় ভাই তুহিন ও নিহত চঞ্চলের পরিবারের সাথে যোগাযোগ করলেও শোকাহত হওয়ায় কথা বলতে পারেননি তুহিন।

জানতে চাইলে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে ঘটনাস্থল জেলা সদর হওয়ায়, সদর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

সর্বশেষ