বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বরিশাল ব্যুরো:- বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশালগামী যাত্রীবাহী যমুনা লাইন পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। হতাহতদের সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।  রোববার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মাহিলারা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া যমুনা লাইনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এছাড়া মাহিন্দ্রায় থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও তার চালক সুজনকে আটক করা হয়েছে। এছাড়াও নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সর্বশেষ