সাবেক বিচারক শামসুদ্দিন মানিক আটক!

সাবেক বিচারক শামসুদ্দিন মানিক আটক!

সাবেক বিচারক শামসুদ্দিন মানিক(কালা মানিক) সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী (দনা) এলাকা থেকে ২৩/০৮/২৪ তারিখ রাতে আটক। স্থানীয়দের সহযোগিতায় আটকের পর বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তার হাত চেয়ারে বাঁধা এমন ছবি এবং কলাপাতায় শুয়ে থাকার ভিডিও সোস্যাল মিডিয়ায় রাতেই ছড়িয়ে পড়ে।

আবুল হোসেন মোহম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক যে কালো মানিক হিসেবেও পরিচিত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, যিনি বেশ কিছু বিতর্কিত মামলার জন্য পরিচিতি লাভ করেছেন। তাকে অবসর গ্রহণের পর মামলার রায় জমা দেওয়ার জন্যও সমালোচনা করা হয়েছিল। অনেক বিতর্কে জড়িত থাকার কারণে, তিনি তার শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল অফিস এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে বিদায় পাননি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে কোটা সংস্কার আন্দোলনের সংঘাত-সহিংসতা নিয়ে আলোচনা অনুষ্ঠানের নারী সঞ্চালকের সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। পরবর্তীতে, অনুষ্ঠানের উপস্থাপিকার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন এবং উনি সেখানে বলেছেন, ক্ষমা প্রার্থনার বিষয়টি গণমাধ্যমকে জানাতে পারেন।’ এখানেই শেষ নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে সঞ্চালককে প্রকাশ অযোগ্য ভাষায় গালি দেন বিচারপতি মানিক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যার ফলে সারাদেশে ব্যাপক সমালোচনার মুখে পরেন এই সাবেক বিচারক।

সর্বশেষ