ভৈরবে আওয়ামী লীগের ৭৩ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরারে আাওয়ামী লীগের ৭৩ নেতা কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর মাহত মামুন মিয়া।

গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে প্রধান আসামি করে ৫৮ জনের নাম এজাহারে উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ১০/১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

জানা যায়, মামুন মিয়া একজন ট্রাক্টর চলক। তিনি পৌর শয়রের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার হাজী রাজা মিয়া বাড়ির জাহান মিয়ার ছেলে। গত ১৯ জুলাই শুক্রবার দুপুর ২টায় বৈষমাবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে ভৈরব আওয়ামী লীগের নেভাদের সংঘর্ষ হয়। মামুন মিয়া সারাদিন ট্রাক্টর চালিয়ে দুপুরে বাড়িতে ফেরার পথে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধারাল দায়ের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কিছুদিন চিকিৎসা করার পর তার হাতে পচন দেখা দেয়। পরে মামুনের ডান হাতটি কন্ট্রে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় মামুন বাদী হয়ে গত ২২ আগষ্ট কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দয়ের আদালতে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে মামলার বাদী মামুন মিয়া বলেন, ১৯ জুলাই দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে শহীদুল্লা কায়সার পাদুকা মার্কেটের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা একপর্যায়ে আমাদের জগন্নাথপুর গ্রামের দিকে চলে আসে। এ সময় আমি কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ মাওয়ামী লীগের কিছু নেতা- কর্মী আমার দিকে ছুটে আসেন। তারা আমাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের আঘাতের ফলে আমার ডান হাতটি কেটে ফেলতে হয়েছে। আমি আমার হাত কাটার পর থেকে মানবেতর জীবনযাপন করছি। আমি চাই আমাকে যারা আহত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

মামলার বিবরণ থেকে জানা যায়, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে প্রধান আসামি ছাড়াও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুল্য, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রাকিব রায়হান, গৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউদ্দিনর আল আমিন সৈকত, এনং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল হক শিমুল, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, উপজেলা সাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কবিরসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৫৮ জনের নাম রয়েছে।

সর্বশেষ