শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ থাকবে: ববি হাজ্জাজ

শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ থাকবে: ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার: “গণহত্যাকারী” হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “ ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই খুনি হাসিনার ফ্যাসিষ্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে টার্গেট কিলিং মিশনে নেমছিলো। অন্তর্বর্তকালীন সরকারের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলাদশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ থাকবে এবং এব্যাপারে আপনাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আর শেখ হাসিনার বিচার শুধু দেশেই নয়, গণহত্যার অভিযোগে তাঁর বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে হবে।”

বৃহষ্পতিবার (২২ আগষ্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএম কর্তৃক আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।

 

তিনি বলেন, “ আওয়ামী লীগের লক্ষ্যই ছিলো টার্গেট কিলিং। ভারতীয় ষড়যন্ত্র এবং শক্তিতে এরা প্রথমে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর হেফাজতে ইসলামের সমাবেশে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে কওমি মাদ্রাসার অগণিত শিক্ষার্থীকে হত্যা করে লাশ গুম করে ফেলে। বিগত ৩টি সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে গুম-খুন করে। সর্বশেষ গত জুলাই-আগষ্ট মাসের ম্যাসাকারে তাঁরা নিরস্ত্র ছাত্র-জনতার উপর গণহত্যা চালায়। প্রতিটি ঘটনার হুকুমদাতা হিসাবে শেখ হাসিনা একজন নিকৃষ্ট গণহত্যাকারী। তাঁর পেটোয়া বাহিনী আওয়ামী লীগকে সন্ত্রাসী এবং লুটেরা সংগঠন হিসাবে রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে”।

অবস্থান কর্মসূচিতে এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন বলেন, “ জাতিসংঘের যে তদন্ত দল আজ আসছে আমরা তাঁদের স্বাগত জানাই। পুরো বিশ্বের কাছে খুনি হাসিনা আজ ধিকৃত। সে ভারতে বসে এখনো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বাংলাদেশকে সতর্ক না করেই বাঁধ খুলে দেবার ভারতীয় সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে আনতেও আমরা জাতিসংঘের সাহায্য চাই।”

এনডিএম ছাত্র সংগঠনের সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন এর প্রধান সমন্বয়ক আহমেদ ইসহাক,  ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মুহাম্মদ মোশাররফ হোসেন, আরাফাত আল মিসবাহ, সভাপতি ঢাকা মহানগর, ছাত্র জমিয়ত বাংলাদেশ, ইসলামি ঐক্যজোট মুফতি ইলিয়াস হোসেন আরাবী প্রমুখসহ এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

সর্বশেষ