ভৈরব থানা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় মামলা

এম আর ওয়াসিম হালিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর পরই ৫ ও ৬ আগষ্ট ভৈরব থানা,হাইওয়ে থানায় কয়েক হাজার দৃর্বৃত্তরা হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে থানার অস্ত্র ও মালামাল লুট করে নিয়ে যায় । হামলাকারীদের ভয়ে পুলিশ আত্নরক্ষার্থে থানা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ পালিয়ে যাওয়ায় যে যেভাবে পারছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে অস্ত্র ও মালামাল লুট করে নিয়ে গেছে । যুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর বর্বরতাকে ও হার মানিয়েছে। এ ঘটনায় এ এসআই কামাল বাসার বাদী হয়ে অজ্ঞাত নামা ১০/১৫ হাজার লোককে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, ঘটনার সত্যতা স্বীকার করে জানান,অজ্ঞাত নামা ১০/১৫ হাজার জন লোককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে । পরবর্তীতে কারো কাছে লুট হওয়া অস্ত্র বা মালামাল পাওয়া গেলে তাকে মামলার আসামি করা হবে।

সর্বশেষ