ভৈরবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ভৈরবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

অন্যায়ভাবে বাঁধ নির্মাণ ও পরিকল্পিতভাবে বন্যার উদ্দেশ্যে বাঁধ খুলে বাংলাদেশ কে ক্ষতিগ্রস্ত করা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ভৈরবের সচেতন নাগরিক সমাজ।

আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে বিক্ষোভ মিছিল করেন প্রতিবাদ সভায় মিলিত হন।

এসময় মুফতি বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি জাবের, মাওলানা সাইফুল ইসলাম ছাহেল, মাদ্রাসা শিক্ষক হারুনুর রশিদ, মাওলানা মুছা মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ভারত আমাদের কখনো বন্ধু নয়। স্বৈরাচার হাসিনা পতনের পর তাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। এছাড়াও নতুন সরকারকে বিপদে ফেলতে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সর্বশেষ ফারাক্কা ও তিস্তাসহ বিভিন্ন বাঁধের গেইট খুলে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে সাধারণ মানুষকে দুর্দশায় ফেলেছে। তারা বলেন, ভারতের আর কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা।

এসময় তারা, হুশিয়ার সাবধান, ভারত দালালেরা। আবার যদি মানুষ মারে, সেভেন সিস্টার্স থাকবেনারে” বলে শ্লোগান দেয়।

সর্বশেষ