৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক তিন প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বাধ্যতামূলক ৩ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন সাক্ষরতি পৃথক তিন প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামান; পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম ও পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
পাশাপাশি অবসর হওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ