পাপনের পদত্যাগ নতুন সভাপতি ফারুক আহমেদ

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার এবং প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আজ ২১শে আগস্ট (বুধবার) বিসিবির এক সভায় বিষয়টি নিশ্চিত করা হয় ।

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে সফরকারী বাংলাদেশ । দল ম্যাচ নিয়ে ব্যস্ত থাকলেও বড় পরিবর্তন হয়েছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। গুঞ্জন ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন। অবশেষে সেই গুঞ্জন হলো সত্যি দীর্ঘ এক যুগ ধরে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। এখন থেকে পাপনের জায়গায় দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নির্বাচক ফারুক আহমেদ।

এর আগে ছাত্র জনতার একদফা দাবিতে শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগের হিড়িক পড়ে গেছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় পদত্যাগ নিয়ে হিড়িক পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপনের পদত্যাগ নিয়েও উঠেছিলো প্রশ্ন । তবে পরিবারসহ দেশের বাইরে থেকে বিসিবির এক পরিচালকের সাথে ফোন আলাপের মাধ্যমে জানিয়েছেন তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছে। অবশেষে আজ বিসিবির সভায় পাপনের পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

উল্লেখ্য ২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। এরপর প্রায় এক যুগ ধরে বিসিবির প্রধানের পদে ছিলেন তিনি ।

সর্বশেষ