আগৈলঝাড়ায় শিক্ষক রনজিৎ’র দুর্নীতি ও অনিয়মের কারনে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী(বিএইচপি)’র গনিত বিভাগের শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈর দুর্নীতি ও অনিয়মের কারনে তার পদত্যাগ চেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী(বিএইচপি)’র গনিত বিভাগের শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ স্কুলে যোগদানের পরই বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তার কাছে প্রাইভেট না পড়লে ফেল করানোর হুমকি, আওয়ামীলীগ সরকারের সময় ক্ষমতার অপঃব্যবহার, বিভিন্ন সময় মিথ্যা ভাইচারের মাধ্যমে ১১ লক্ষ টাকা লুটপাট, ক্যাশবুক ছাড়াই ব্যাংক থেকে টাকা উত্তোলন, কোচিং ফি, পরীক্ষার এডমিট কার্ড ও পিকনিকের নামে টাকা আত্মসাৎ করেন তিনি। এবং শিক্ষার্থী ও অভিভাবদের সাথে অসদাচরন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একারনে তার পদত্যাগ চেয়ে গতকাল বুধবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী মো.সাজ্জাদ হোসেন, নাসির উদ্দিন শাহ, ইমরুল বিশ^াস ও মুন্না খান নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মাওলানা ফজলুল হক সাংবাদিকদের বলেন, তার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা আমার কাছে এসেছিলেন। আমি তাদের স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলেছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের একটি লিখিত আবেদন পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, আমি তার অনিয়ম ও দুর্নীতি ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিব। তারা সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন দাবী করে শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ বলেন, এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যখন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ছিলেন তখন সে আমার উপর অন্যায় করেছে। আমি কখনও বিদ্যালয়ের কোন দায়িত্বে যেতে চাইনি। আমাকে জোর করে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ