কুলিয়ারচরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে আজ ২০ আগস্ট মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্রদেরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করে প্রদান উপজেলা নির্বাহীকর্মকর্তা নিকট।
কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতি, অনিয়মের অভিযোগে পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্ররা প্রতিবাদসভা, বিক্ষোভ ও মিছিল ও স্মারক লিপি পেশ করে প্রধান শিক্ষকের অফিসে তালা স্মারকলিপি পেশ করে তালা বদ্ধ করে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা। আজ মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্ররা বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবাদসভা করে প্রধান শিক্ষক খান মোঃ ফজলুর রহমানের পদত্যাগ দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিসে তালা লাগিয়ে দেয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদ ত্যাগের দাবীতে স্মারক লিপি পেশ করেন।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল জানান,প্রধান শিক্ষকের অনিয়ম, দূর্নীতির জন্য আমরা তার পদ ত্যাগের দাবীতে আন্দোলন করছি। তার পদ ত্যাগের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি পেশ করেছি।
এ বিষয়ে প্রধান শিক্ষক খান মোঃ ফজলুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।এ বিষয়ে জানতে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরার মোবাইলে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায় ।

সর্বশেষ