আদালত প্রাঙ্গণে দীপু মনি ও জয়ের ওপর হামলার অভিযোগ

ঢাকার একটি আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবারের এ ঘটনায় একদল আইনজীবী জড়িত বলে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত দীপু মনির চার দিনের ও জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে নেওয়ার সময় একদল আইনজীবী তাদের ওপর হামলা করেন।

সেই সময় তারা ‘খুনি, খুনি, ফাঁসি চাই’সহ নানা ধরনের স্লোগান দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী গণমাধ্যমকে বলেন, দীপু মনি ও আরিফ খান জয়কে আদালতে আনা-নেওয়ার সময় একদল আইনজীবী তাদের ওপর হামলা করেন। জাতীয়বাদী আইনজীবী ফোরামের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি মোটেও ঠিক হয়নি।

সূত্র: যুগান্তর

সর্বশেষ