মোরেলগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ

শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ।সোমবার (১৯ আগস্ট)স্থানীয় সরকার বিভাগের জারী করা ১৩( ঘ) ও ৩২(ক)প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।এতে উপজেলা নির্বাচন -২০২৪ এর নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খানকে ও মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদারকে তাদের স্ব স্ব পদ থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ-২০২৪ এর খসড়া অনুমোদন করে স্থানীয় সরকার বিভাগ। উল্লেখ্য চলতি বছরের ৯ জুন -২০২৪ এর অনুষ্ঠিত মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী খান (আনারস) প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।অপরদিকে বার বার নির্বাচিত মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার এই প্রথম বারের মতো মেয়রের পদ থেকে অপসারন হলেন।এদিকে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ প্রস্তাবিত ‘উপজেলা পরিষদ সংশোধন ১৩ (ঘ) ধারায় বলা হয়-বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য সদস্যদের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এবং ১৩ (ঙ)-তে-বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।একইভাবে জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্য সদস্যদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান রাখা এমনকি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪’ সংশোধন করে একইভাবে ‘স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করা হয়েছে বলেও জানায় স্থানীয় সরকার বিভাগ।এদিকে সারা দেশে মোট ৪৯৫ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়র,৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাপক রদবদল আনতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সর্বশেষ