মনোহরদী, নরসিংদীর হেতেমদী টু সাগরদী নতুন বাইপাস সড়কে ঘনঘন দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি

মনোহরদী থানার অন্তর্গত হেতেমদী টু সাগরদী নতুন বাইপাস সড়ক যা “ভাইরাল রোড “নামেও পরিচিত সারাদেশে, ঘটছে ছোট-বড় মারাত্মক দুর্ঘটনা। এতে আহত হবার পাশাপাশি রয়েছে নিহত হওয়ার ঘটনা।

গত ১৬-০৮-২৪ তারিখে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় দুইজন। স্থানীয়দের তথ্যসূত্রে জানা যায়, চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের করিম বেপারি বাড়ী নিবাসী মো: ইমরান হোসেন ও হাফিজপুর মৌলভীপাড়া নিবাসী মো: আসিফ সন্ধ্যায় নতুন বাইপাস রাস্তায় মটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
এদের মধ্যে মরহুম ইমরান সদ্য বিবাহিত (১৫-০৮-২৪) তারিখে নতুন বিবাহ করছিল।
এদিকে মরহুম আসিফ এর ১৪ দিনের একটি কন্যা সন্তান রয়েছে।

তারা দুজন একই মটর সাইকেলে আরোহন করছিল।
গত ১৮-০৮-২৪ তারিখে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়। এদের চিকিৎসার জন্য স্থানীয় মনোরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে আহত নরসিংদী জেলার,বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের নাঈম নামে একজন আজ(১৯-০৮-২৪)সকালে মৃত্যুবরণ করেছেন।

উপরোক্ত দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কটিতে দুর্ঘটনা রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য, সড়কটিতে অনেকগুলো পার্শ্ব সংযোগ সড়ক রয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, চালাকচর থেকে চকবাজারগামী সংযোগটি। এর দুপাশে অনেকগুলো রেস্টুরেন্ট,ছোট ছোট দোকান গড়ে উঠেছে। ফুচকা সহ বিভিন্ন খাবারের দোকানগুলোতে পর্দা দেওয়া থাকায় সংযোগ সড়ক থেকে প্রধান সড়কে উঠার সময় দুই পাশে দেখা যায় না। এতে অনেক সময় মোটরসাইকেল, সিএনজি, অটো, বাস-ট্রাক ইত্যাদির মুখোমুখি সংঘর্ষ হয়, যাতে হতাহতের ঘটনা ঘটে।
অনেকেই সড়কটিতে দুর্ঘটনার ফাঁদ হিসেবে উল্লেখ করেন। আবার অনেকেই মতামত দেন মোটরসাইকেল আরোহীদের আরো সতর্কতার সাথে মোটরসাইকেল চালানো উচিত।স্থানীয়দের মতে, দেখা গেছে অতিরিক্ত গতির কারণেই অধিক দুর্ঘটনা ঘটছে। উঠতি বয়সী তরুণরা নতুন রাস্তা পেয়ে অতিরিক্ত স্পিডে মোটরসাইকেল চালায় যাতে দুর্ঘটনা ঘটছে।

সর্বশেষ