কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়ি ও দোকানে হামলা: প্রায় ৩২লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ সফি বাহিনীর বিরুদ্ধে !

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়ি ও দোকানে হামলা: প্রায় ৩২লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ সফি বাহিনীর বিরুদ্ধে !

নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতা ও প্রতিহিংসার জের ধরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের কোলচরে সিনিয়র সাংবাদিক কায়সার হাসান এর হোল্ডিং নং- ১৭৪৪ দোতালা বসতবাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ অর্থসহ প্রায় ৩১ লক্ষ ৩৫ হাজার টাকার মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু সফিউদ্দিন সফি বাহিনীর বিরুদ্ধে।
গত ৫ আগস্ট সোমবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও প্রতিহিংসার জেরে প্রতিবেশী শেখ সাদি এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর ভূমিদস্যু মো: সফিউদ্দিন সফি(সফিকুল) (৪৬) পিতা: মৃত বলু মিয়া, সফিউদ্দিনের ছেলে মো. শেখ সাদি (২০)সহ ১০/১২ জন সন্ত্রাসী আগ্নেআস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক কায়সার হাসান এর পরিবারের সদস্যদের বাসা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ৬,৭০,০০০/-(ছয় লক্ষ সত্তর হাজার) টাকাসহ ব্যবহারের আসবাবপত্র যার আনুমানিক মূল্য ৫,২০,০০০/-(পাঁচ লক্ষ বিশ হজার) টাকা, বাড়ির নিরাপত্তা ৮টি সিসি ক্যামেরা মনিটর,ডিবিআর ভাংচুর করে। যার মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হজার)টাকা এবং নীচতলায় দোকানে হামলা চালিয়ে স্যানিটারি পণ্য,পুরাতন থাইগ্লাস, স্টিলের গ্রিল, দরজা-জানালা মালামাল লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায়-১৮,৫০,০০০/-(আঠারো লক্ষ পঞ্চাশ হাজার)টাকা। ওই সময় রাইফেলের গুলি ফাটিয়ে আতংক সৃষ্টি করে
ভয় দেখিয়ে বাসায় ও দোকানে থাকা লোকদের মারপিট শুরু করলে কোনরকম পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পায় তারা।
পরে দুর্বৃত্তরা তার দোকানের বিভিন্ন মালামালসহ ক্যাশ বাক্সের
ভিতর থাকা প্রায় অর্ধ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। নগদ অর্থসহ সর্বমোট প্রায় ৩১,৩৫,০০০/-(একত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসী সফিউদ্দিন সফি বাহিনী।
স্থানীয় মহল্লাবাসী আব্দুর রহিম,বাচ্চু মিয়া ও আব্দুল মান্নান এ ঘটনার বিষয়ে জানতে চাইলে সফিউদ্দিন সফি ক্ষিপ্ত হয়ে তাদেরকেও চর থাপ্পর মারে। গুলিকরে মাথার খুলি উড়িয়ে দিবে এবং সাংবাদিক কায়সার হাসানকে যেখানে পাবে হত্যা করবে বলে হুমকির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, কোলচর ও বালুরচর গ্রামের এক মুর্তিমান আতঙ্ক সন্ত্রাসী ও ভূমিদস্যু সফিউদ্দিন সফি।
সফি একজন লেবাসদারি ভন্ড,প্রতারক, দুষ্টু প্রকৃতির লোক ও ভয়ংকর। টুপি,দাড়ি ও জুব্বা তার লেবাস মাত্র। সফি উদ্দিন দক্ষিণ বালুরচরের মৃত বলু মিয়া ছেলে। তার পিতার রেখে যাওয়া সম্পদের ওয়ারিশ থেকেও তার আপন ভাই বোনদেরকে বঞ্চিত করেছে বলে অভিযোগ আছে এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় একক আধিপত্য বিস্তার করে আসছে।
সাংবাদিক কায়সার হাসান একজন শিক্ষিত, ধার্মিক,সামাজিক, শান্তপ্রকৃতির যোগ্যতাসম্পন্ন ব্যক্তি,হাউজিংএর লোকজন তাকে যোগ্যতার ভিত্তিতে বাড়ির মালিক সমিতির সভাপতি নির্বাচিত করেছে এবং মসজিদ পরিচালনার দায়িত্ব মহল্লাবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা কায়সার সাহেবকে দেওয়ায় তার প্রতি হিংসায় ফুসে উঠে সফিউদ্দিন সফি। সাংবাদিক কায়সার হাসানকে কিভাবে এই এলাকা থেকে বিতারিত করা যায় সেই চেষ্টায় উঠেপড়ে লেগেছেন ভূমিদস্যু সফি।
সফিউদ্দিন নিজেকে শাক্তা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি’র নেতা দাবী করেন। শেখ হাসিনার পদত্যাগের খবরে দেশে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হলে সেই সুযোগে নিরিহ লোকদের উপর হামলা ও জবরদখল চালায় সফিউদ্দিন সফি। কায়সার হাসান এর মালিকানাধীন এই বাড়িটিতে ভূমিদস্যু সফিউদ্দিন সফি বিএনপি’র দলীয় কার্যালয় বানিয়ে প্রকাশ্যে সন্ত্রাসীদের নিয়ে আড্ডা দিচ্ছে। তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না। বর্বরোচিত এই হামলার বিষয়ে এলাকায় চাঁপাক্ষোভ বিরাজ করছে। অপরদিকে নিরাপত্তার অভাবে আত্মসম্মানে আঘাতের ভয়ে নিরিহ ও শান্তপ্রকৃতির সামাজিক ও সর্বজন সম্মানীত সাংবাদিক কায়সার হাসান এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এবং তার পরিবারের সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে। লুট হওয়া টাকা ও মালমাল দ্রুত উদ্ধার করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোরদাবি জানান সাংবাদিক কায়সার হাসান।
এব্যাপারে সফিউদ্দিন সফি’র বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ