কচুয়ার রহিমানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রাজীব চন্দ্র শীল(চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কচুয়া উপজেলা শাখার ১০,১১,১২নং ইউনিয়ন কমিটি ও সহযোগী অঙ্গসংগঠন কর্তৃক ১৫ই আগষ্ট বৃহস্পতিবার এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কচুয়া উপজেলা যুব দলের সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও কচুয়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন,সহসভাপতি আজিজ মাষ্টার, সিনিয়র সাধারণ সম্পাদক মাসুদ এলাহি, যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন নবী সুমন,যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ শাহজী, ওলামা দলের সাধারন সম্পাদক নুরে আলম আজাদী।

আরো বক্তব্য রাখেন, ১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সহ সভাপতি ও রহিমানগর বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কবির হোসেন,ছাত্রদলের সহসভাপতি কাউছার আলম, যুবদলের সদস্য মনির হোসেন সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ