শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রে ২৫ তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রে ২৫ তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

আকাশ দাশ সৈকত : গত ২রা আগস্ট শুক্রবার শ্রী শ্রী লেকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, চট্টগ্রাম কেন্দ্র, নন্দীরহাটে ২৫ তম বার্ষিক সাধারণ সভা ও ভগবান গাঙ্গুলি ভবন নির্মাণে অবদান রাখায় আলোকিত দাতা ও পরিবারবর্গকে রজত জয়ন্তী সম্মাননা ২০২৪ প্রদান করা হয়।উক্ত বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন লক্ষন চন্দ্র দাশ, উপ-মহাব্যবস্থাপক,অঞ্চল প্রধান,অগ্রণী ব্যাংক লিমিটেড চট্রগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের লক্ষন চন্দ্র দাশ।বোর্ড অব ট্রাষ্ট এর চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ সভাপতিত্বে ও ট্রাষ্টি দীলিপ চক্রবর্তী ও যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন প্রদীপ চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক সুব্রত ভৌমিক।স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি রতন কুমার দাশ, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন সভাপতি ও দি আর্বান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চৌধুরী।বিশেষ অতিথি প্রনব সাহা বাবলু, সঞ্জীব কুমার দাশ, এফসিএ, দয়াল দেবনাথ, এসপিও।আরো উপস্থিত ছিলেন ডাঃ প্রকাশ বিশ্বাস, প্রশান্ত ভট্টাচার্য, ট্রাষ্টি কো-চেয়ারম্যান অশেষ কুমার পুরোহিত, লায়ন তপন কান্তি দত্ত, সুবাস চন্দ্র দাশ, লায়ন উত্তম কুমার দাশ, লায়ন রুপন কুমার দাশগুপ্ত, মৌসুমি দত্ত, সুব্রত দাশ,প্রকৌশলী বিবেক কান্তি দাশ,চন্দন সিংহ,পূজা চক্রবর্তীসহ সকল সদস্যবৃন্দ ও ভক্তগণ।

নিউজ পাঠিয়েছেনঃ সুব্রত দাশ

সর্বশেষ