বৈষম্য বিরোধী আন্দোলনের শত্রু এনএসইউ উপাচার্য আতিকুল ইসলামের অপসারণ দাবি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক আতিকুল ইসলাম এর অপসারণ দাবি করেছে ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিভাবকরা। ভিসি অধ্যাপক আতিকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ জানিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা শীঘ্রই অবৈধ ভিসির অপসারণের দাবি জানিয়েছে। বুধবার বেলা ১১টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বৈষম্য বিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থী এবং অভিভাবকরা এ দাবি জানায়।
উল্লেখ করা যেতে পারে,দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এর বেশ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। গ্রেফতার এবং পুলিশি নির্যাতনের শিকার হয় শতশত শিক্ষার্থী।
উল্লেখ্য,বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ভাড়াবাড়িতে অবস্থান করে। ডিসি আতিকের পরামর্শে পুলিশ ব্লক রেড এর মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি, গ্রেফতার এবং নির্যাতন করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করে।
বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সোহেল আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার হন এবং যাত্রাবাড়ী থানায় আটক থাকেন। অভিভাবকরা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বারবার অনুরোধ করা সত্ত্বেও শিক্ষার্থীকে ছাড়িয়ে আনার জন্য অনুরোধ করেন। শত অনুরোধ সত্বেও উপাচার্য আন্দোলনে অংশগ্রহণ করার দায়ে যাত্রাবাড়ী থানায় আটক শিক্ষার্থীকে উদ্ধারে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। অভিভাবকরা আরো জানান, উপাচার্য শুধু অস্বীকৃতিই জানাননি রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। তার আচরণে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শীঘ্রই তার বিরুদ্ধে কঠোর আন্দোলনের নামার ঘোষণা দেয়।
এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে বলে সাধারণ শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উদ্বিগ্ন পড়েছেন। কম্পিউটার সাইন্স বিভাগে অধ্যয়নরত একজন শিক্ষার্থীর অভিভাবক মোক্তার হোসেন জানান, ভিসি আতিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করেছেন । শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করার অভিযোগ করেছে। তাই এই ভিসিকে আমরা আর কোনভাবেই দেখতে চাই না ।সে স্বৈরাচারীর দোসর, একজন মুখোশধারী এবং দুর্নীতিবাজ। অভিভাবকরা শীঘ্রই বর্তমান উপাচার্যকে অপসারণ করে শিক্ষা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদেরকে আন্দোলন থেকে সরে যাওয়ার নির্দেশ দেন বলে জানা যায়। কিন্তু তার নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এতে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম আন্দোলনে শরিক হওয়া শিক্ষার্থীদের উপর নাখোশ হন। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন অধ্যাপক আতিকুল সবসময়ই স্বেচ্ছাচারি ভূমিকায় অবতীর্ণ হন। সংশ্লিষ্টদের খুশি করে তার পদ-পদবী রক্ষায় রাখতে সর্বদাই তৎপর থাকেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবৈধ ভিসি অধ্যাপক আতিকুল ইসলামের আচার-আচরণে অতিষ্ঠ। শিক্ষার্থীরা আরো জানান, অবৈধ উপাচার্য যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তীব্র আন্দোলন গড়ে তুলে তাকে বিদায় করা হবে। অভিভাবক এবং শিক্ষার্থীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন গঠনের দাবি জানান।

সর্বশেষ