শ্রীমঙ্গলে সমাবেশ শেষে সমন্বয়কদের প্রেস রিলিজ

স্টাফ রিপোর্টার:
শ্রীমঙ্গলে ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে সমাবেশ শেষে প্রেস রিলিজ দিয়েছে শ্রীমঙ্গল সমন্বয়ক কমিটি যা হুবহু তোলে ধরা হয়েছে।
প্রেস রিলিজ

প্রিয় সাংবাদিকবৃন্দ
আমাদের শুভেচ্ছা নিবেন, আপনারা অবগত আছেন যে আজ দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় দুস্কৃতিকারিরা, যা দেশের প্রথম সারির যমুনা টেলিভিশন, প্রথম আলো সহ অসংখ্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং যা অতীতেও ঘটেছে। যার পরিপেক্ষিতে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের আহ্বানে সনাতনী ছাত্র জনতার ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ছাত্র জনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নানা সংগঠন মিলে রাজধানী ঢাকার শাহবাগে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যে বিক্ষোভ কর্মসূচী অতীতে ঘটে যাওয়া দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনেও অনুষ্ঠিত হয়েছে। কিন্ত দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী সম্প্রদায়ের শিক্ষার্থীদের ও আপামর জনতার আহ্বানে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করার নিমিত্তে সনাতনী সম্প্রদায়ের সকল সংগঠন এবং ছাত্র জনতা মিলে সংখ্যালঘু অধিকার আন্দোলন হিন্দু জাগরন মঞ্চের সুচনা হয় এবং পরবর্তীতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী চলমান থাকে। এবং এই সনাতনী ছাত্র জনতার ডাকে গঠিত দেশব্যাপী সনাতনী সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মাধ্যমে হিন্দু জাগরন মঞ্চের আহ্বানে ৮ দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে থাকে।

প্রিয় সাংবাদিকবৃন্দ যার পরিপেক্ষিতে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলন কেন্দ্রীয় হিন্দু জাগরন মঞ্চের আহ্বানে দেশের বিভিন্ন স্থান সহ সিলেট সদর সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সহ অন্যান্য স্থানেও মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যার প্ররিপেক্ষিতে শ্রীমঙ্গলে সাধারণ সনাতনী শিক্ষার্থীদের দ্বারা গঠিত সমন্বয়কদের উদ্যোগে গতকাল ১২ আগস্ট সোমবার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সনাতনী সংগঠন শিক্ষক শিক্ষার্থী এবং ছাত্র জনতা মিলে কেন্দ্রীয় ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যে বিক্ষোভ সমাবেশ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই চলমান রয়েছে। এবং এই আন্দোলন প্রশাসন রাস্ট্র কিংবা সরকার কিংবা কোনও রাজনৈতিক দল কিংবা কোনও সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটি দুস্কৃতিকারীদের দারা দেশের সংখ্যালঘুদের নির্যাতনে সার্বিক নিরাপত্তা বিধান সহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পালিত হয়। সেই সাথে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে কোটা বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা, আহত দের চিকিৎসা নিশ্চিত করা, মামলা প্রত্যাহার সহ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের রাষ্ট্রীয় ভাবে সকল সহযোগীতার দাবি জানাই। এবং নিহত শিক্ষার্থী পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

দেশে চলমান বর্তমান পরিস্থিতিতে রাস্ট্রে অন্যান্য মানুষজন বা সংগঠন যখন নিজেদের দাবি বাস্তবায়নে আন্দোলন করছেন ঠিক সেই ভাবেই সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীমঙ্গলে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আপনারা জানেন শ্রীমঙ্গলের মানুষ অত্যন্ত ভাতৃপ্রতিম শান্তিপ্রিয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য উদাহরণ এর শহর। এই আন্দোলন প্রশাসন কিংবা কোনও ধর্ম কিংবা সম্প্রদায় কিংবা সরকার, কিংবা জাতিগোষ্টির বিরুদ্ধে নয়। এবং শ্রীমঙ্গলে সংগঠিত কোনও ঘটনাকে কেন্দ্র করেও এই কর্মসূচী পালিত হয়নি। এবং আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই সমাবেশ করার পূর্ব মুহুর্তে শ্রীমঙ্গল থানা প্রশাসন উপজেলা প্রশাসন এবং শ্রীমঙ্গলে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং প্রশাসনের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বরং শ্রীমঙ্গলের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য উদাহরণ হিসাবে অতীতের মতো এবারও শ্রীমঙ্গলের শান্তিপ্রিয় মুসলিম সম্প্রদায়ের সর্বসাধারন মানুষজন যেভাবে স্থানীয় সংখ্যালঘুদের মন্দির ব্যাবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি পাহারা দিচ্ছেন এবং খোঁজ খবর রাখছেন তাদের সকলের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি। সেই সাথে আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করছি যে শ্রীমঙ্গলে কেউ কেউ ফেসবুকে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করে চলেছেন যা সম্প্রীতির এই শান্তির শহরে আমাদের মোটেই কাম্য নয়।

প্রিয় সাংবাদিকবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত উক্ত সমাবেশ শেষে সমন্বয়কদের মাধ্যমে শ্রীমঙ্গলের সনাতনী ছাত্র- ছাত্রী ও শিক্ষকবৃন্দ, ব্যাবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, চাকুরিজীবি, সনাতনী নেতৃবৃন্দ, সকল সংগঠন, গণমানুষ, নিরাপদ সড়ক চাই এর সকল কর্মকর্তাবৃন্দ, ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীবৃন্দ, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন, দায়িত্বরত সেনাবাহিনী, শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ এবং শ্রীমঙ্গলের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ সংখ্যালঘুদের মন্দির বাড়ি এবং ব্যাবসা প্রতিষ্ঠান রক্ষায় ভাতৃপ্রতিম মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

পরিশেষে আমরা বিশ্বাস করি বাংলাদেশের অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির শহর শ্রীমঙ্গলে আমাদের ভালোবাসার মেলবন্ধন আরো শক্তিশালী ও দৃঢ় হবে। এবং উক্ত কর্মসূচী পালন করতে গিয়ে ট্রাফিক যানযট শ্রীমঙ্গলের ব্যাবসায়ীবৃন্দ এবং সাধারণ জনগণের জনভোগান্তি সহ অন্যান্য কাজে আমাদের ভুল- ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জ্ঞাপন করছি। এবং শ্রীমঙ্গলে দায়িত্বরত সেনাবাহিনীর আন্তরিক সার্বিক সহযোগীতায় উক্ত সমাবেশ শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আবারো বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিনীত
সমন্বয়কবৃন্দ

সর্বশেষ