শরীয়তপুরে বিএনপি-জামায়াত-খেলাফত মজলিস-ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে নাগরিক কমিটির ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের উত্তর বাজার এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে  সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় শেখ হাসিনার ফাঁসি চেয়ে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসিরউদ্দিন কালু,  জামায়াতের আমীর আব্দুর রব হাসেমি, সেক্রেটারি মনিরুজ্জামান, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ দবির হোসেন, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ