মোরেলগঞ্জে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সারা দেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।বুধবার (১৪ আগস্ট)এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে   আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়তে মুফাসসিরিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বাংলাদেশ মুফাসসির পরিষদ, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। পস্চিম সরালিয়া আল আকসা জামে মসজিদে আছর নামাজ বাদ আলোচনা ত্ত দোয়া মাহফিল অনুস্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মোরেলগন্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মুফাসিরে কোরান হযরত মাত্তলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব . সার্বিক পরিচালনা করেন মসজিদ সভাপতি জামায়াত নেতা জাহাংগীর হোসেন নাসির. মাত্তলানা মাহাফুজুর রহমান . মাত্তলানা মেহেদী হাসান . পেশ ইমাম মাত্তলানা মনিরুল ইসলাম সভাপতিত্বো করেন মনিরুজ্জান মনির। বক্তব্য রাখেন পৌরসভার শিবিরের সভাপতি মুহাম্মদ তাত্তহিদুল ইসলাম। এদিকে মোরেলগঞ্জ বাস স্ট্যান্ড ব্যবসায়ীদের আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোরেলগঞ্জ টাউন জামে মসজিদে সন্ধ্যা ৭টায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময়  প্রধান আলোচনা করবেন মোরেলগঞ্জ টাউন জামে মসজিদের খতিব, মাওলানা মোঃ আব্দুল মালেক আকন।এদিকে আগামী ১৬ আগস্ট জুম্মাবাদ খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থিত সিদ্দিকীয়া জামে মসজিদের মুসলি­দের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী। আগামী ২৪ আগস্ট (শনিবার) মাদ্রাসার উদ্যোগে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, পিরোজপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জমিয়তে মুফাসসিরিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বাংলাদেশ মুফাসসির পরিষদ, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।।
১৯৪০ সালের ২ ফেব্র“য়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী যিনি একজন স্বনামধন্য ইসলামী পন্ডিত এবং ফুরফুরা দরবার শরীফের খলিফা ছিলেন। তার মায়ের নাম গুলনাহার বেগম।
উলে­খ্য, কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৩ আগস্ট দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থতার কথা বলে কারা কর্তৃপক্ষ পরিবারকে না জানিয়ে আল্লামা সাঈদীকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক জটিলতা বিবেচনা করে আল্লামা সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। এ সময় তিনি কারারক্ষীদের কাঁদে ভর দিয়ে এ্যাম্বুলেন্স থেকে নামেন এবং হাত উঁচু করে জাতীয় উদ্দেশ্যে মিষ্টি মধুর হাসি দিয়ে সালাম দেন। তবে পরিবারের সাথে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এস এম মোস্তফা জামান ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছে বলে ওই সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

সর্বশেষ