পিবিআই প্রধান হলেন,তওফিক মাহবুব

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। তিনি পুলিশ সদর দপ্তরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ সই করা এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়েছে।
মো. তওফিক মাহবুব চৌধুরী ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগদান করেন। তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি (লজিস্টিকস) পদে যোগদান করে বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য লজিস্টিকস সামগ্রীর কারিগরি বিনির্দেশনামায় নতুন প্যারামিটার সংযোজন, পোশাক পরিধান সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন, অনলাইন সেবা বৃদ্ধি, জাতীয় জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধি, পুলিশ এভিয়েশন গঠনের যাবতীয় কার্যক্রম সম্পাদন, আভিযানিক সক্ষমতা বৃদ্ধির জন্য যানবাহন, ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদি ক্রয় কার্যক্রমে পেশাদারত্ব ও আন্তরিকতার মাধ্যমে সম্পাদন করে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
এছাড়া তিনি করোনা মহামারিতে নিজে দায়িত্ব পালন এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য পিপিই, রিএজেন্ট কিট এবং ওষুধ সামগ্রী সরবরাহের মাধ্যমে ভূমিকা রাখেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ অফিসারদের তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রয়েছে তার।

সর্বশেষ