পিআইবি মহাপরিচালক ওয়াজেদের পদত্যাগ

 

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারও পদত্যাগ করেছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন প্রেস ইনস্টিনিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে, চলতি বছরের ৭ মে টানা চতুর্থবারের মতো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জাফর ওয়াজেদ।

তারও আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে প্রথম যোগদান করেন তিনি। এরপর আরও দুইবার পিআইবি-এর মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ।

সর্বশেষ