আমি পদত্যাগ করবো না, নির্বাচন করব: সালাউদ্দিন

আকাশ দাশ সৈকত : দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন । তবে হঠাত করে দাবি উঠেছে সালাউদ্দিনের পদত্যাগ বিষয়ে। বাংলাদেশ ফুটবল আলট্রাস নামক একটি ফুটবল সমর্থকদের সংগঠন। এমনকি পদত্যাগ করতে তারা সালাউদ্দিনকে ২৪ ঘন্টার আলটিমেটাম ও বেঁধে দিয়েছে । তবে আলটিমেটাম দিলেও সালাউদ্দিন স্পষ্ট বলেছেন তিনি পদত্যাগ করবেন না, এমনকি আগামী নির্বাচনেও অংশ নেবেন এই তারকা ফুটবলার ।

ছাত্র জনতার একদফা দাবিতে শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগের হিড়িক পড়ে গেছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় পদত্যাগ নিয়ে হিড়িক পড়েছে দেশের ফুটবলেও। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনেরও পদত্যাগের দাবি তুলেছে ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে ফুটবল সমর্থকদের একটি সংগঠন। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন না, এমনকি আগামী নির্বাচনেও অংশ নেবেন

সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাফুফে সভাপতি। বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না।’

সর্বশেষ