শরীয়তপুরে বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকালে জেলা শহরের আংগারিয়া বাজার এলাকা থেকে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম ও সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়।
পরে কোর্ট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. এনামুল হক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলোরা হাওলাদার, পৌরসভা বিএনপি নেতা সুমন খান, খোকন মোল্লা, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল মোল্লা, ছাত্রনেতা ইমাম মোল্লা সহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দেশ ত্যাগ করায় দেশে শান্তি বিরাজ করছে। তাই শরীয়তপুরকে কেউ অশান্ত করতে চাইলে কোন ছাড় দেয়া হবেনা। শরীয়তপুরে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। দেশে এখন কোন আতঙ্ক নেই। শুধু আওয়ামী লীগ দেশের আতঙ্ক। তাই তাদেরকে সন্ত্রাস করতে দেয়া হবেনা।

সর্বশেষ