সাকিবকে নিয়েই পাকিস্তান সফরে বাংলাদেশ দল ঘোষণা!

আকাশ দাশ সৈকত ; সাকিব আল হাসানকে নিয়ে আসন্ন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর মাত্র কিছুদিন পর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে সবচেয়ে বেশি আলোচনা ছিলো আসন্ন সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা? তবে গুঞ্জন থাকলেও তাকেই নিয়েই নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম । তাছাড়া শ্রীলঙ্কা সিরিজে থাকা বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা সবাই আছে পাকিস্তান সিরিজে।

বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২১ আগস্ট থেকে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট থেকে। একই সময় পাকিস্তান শাহীন্সের বিপক্ষে চারদিনের ও একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দলও।

বাংলাদেশ স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ (দ্বিতীয় টেস্ট) ও খালেদ আহমেদ।

সর্বশেষ