আকাশ দাশ সৈকত
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আজ । তবে গুঞ্জন উঠেছে এই সফরে বাংলাদেশ দলের সাথে থাকবেন কিনা সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সরকারের পদত্যাগ, বোর্ড সভাপতিসহ একাধিক পরিচালকের অনুপস্থিতি, বিসিবি প্রাঙ্গণে রাজনৈতিক মিছিল– বিগত ৫ দিন রীতিমত অস্থির ছিল দেশের ক্রিকেটাঙ্গন। তবে এরই মাঝে শুরু হতে চলেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে দীর্ঘদিন দলের বাইরে থাকা এবং বাংলাদেশ সংসদ বিলুপ্ত ঘোষণার পর গুঞ্জন উঠেছে সাকিব দলে ফিরবে কিনা? কারণ মাগুরা-২ আসনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ছিলেন সাকিব। তার দলের প্রায় সব সংসদ সদস্যই নিজেদের সরিয়ে নিয়েছেন নিরাপদ আশ্রয়ে। একমাত্র সাকিবকেই দেখা গিয়েছে ক্যামেরার সামনে। ব্যস্ত আছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।

এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘দেখুন সাকিব আল হাসানের ১২ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। উনার ১৩ই আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা।তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’

এইদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট বাংলাদেশ মাঠে নামবে ২১শে আগস্ট । যার জন্য আগামী ১৭ আগস্টের পরিবর্তে বাংলাদেশ রওনা হবেন ১২ আগস্ট। এইদিকে বিসিবি থেকে বলা হলেও পাকিস্তান সফর নিয়ে সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন বোর্ড কর্তৃপক্ষ ।

সর্বশেষ