সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও আলোচনা সভা

সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও আলোচনা সভা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বাদ আসর হাজী শরীয়তউল্যাহ কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমতউল্লা নিহালের সভাপতিত্বে অনুষ্ঠানে

বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আব্দুর রাজ্জাক, ব্যাংকার আলাউদ্দিন সরকার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাওসার আহমেদ প্রমূখ। এসময় হাজী শরীয়তউল্লাহ কলেজ, হাবিবউল্লাহ কলেজ, সিরাজ সিকদার কলেজ ও অনান্য এলাকার বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছেন। এখানে সবাই সমান। কোনো বৈষম্য থাকবে না। এখানে আর কেউ অপরাধী, দূর্নীতি, জুলুম করতে পারবে না। কেউ যদি এর নাম ভাঙিয়ে কোনো অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সর্বশেষ