মোরেলগঞ্জে দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে জমি দখল

মোরেলগঞ্জ প্রতিনিধি:৮ আগষ্ট রাতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ বাসস্টান্ড সংলগ্ন মোঃ তাজুল ইসলাম এর ক্রয়কৃত জমি রাতের আঁধারে কাঠের স্থাপনা ভাংচুর করে জমি দখল করার চেষ্টা করে । পরবর্তীতে জানা যায় মোঃ হাবিবুল্লা তালুকদার পিং- আঃ করিম তালুকদার আনেক লোকজন নিয়ে এসে রাতের আদারে তাদর হাতে থাকা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে এই নাশকতা চালায়। এই নাশকতার টের পেয়ে আসপাসের লোকজন ঘটনাস্থল আসলে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখায়। ততক্ষনা দুষ্কৃতিকারীরা আরো অনেক জনসাধারনের টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। থানার কার্যক্রম বন্ধথাকার করনে ঐ এলাকার জনসাধারনের মনে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ