বরিশালে বিপুল পরিমাণ, ডলার, টাকা ও স্বর্ণালংকারসহ প্রকৌশলী আটক

স্টাফ রিপোর্টার:- শিক্ষার্থীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ ডলার, নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ এক প্রকৌশলীকে আটক করেছে।

আজ বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা একটি প্রাইভেট কার দাড়করায়। গাড়িতে পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ ও তার পরিবার ছিল। শিক্ষার্থী আসিফ জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে একটি কালো প্রাইভেট কার দ্রæত ওভারটেক করে যাবার সময় তারা আটকে দেয়। চালকের আচরণ সন্দেহজনক সন্দেহজনক হওয়ায় গাড়িটি তল্লাশি করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পায়। পরে তাকে আটকে সেনাবাহিনীকে খবর দেয়া হয়।

নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন পরিবার সহ তিনি দেশ ছেড়ে ভারতে পালাচ্ছিলেন। পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সেখানে তার কাছ থেকে উদ্ধারকৃত টাকা ও গুননা করা হচ্ছে।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত সেনা কর্মকর্তা মেজর রাশেদ জানান, আটককৃত ব্যক্তি পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। ভারতে যাবার উদ্দেশ্যে তিনি পটুয়াখালী থেকে আসছিলেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দেয়। আমরা তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশে সোপর্দ করি।

শিক্ষার্থীরাজানায়, তার কাছে ১০হাজার ডলার, আনুমানিক নগদ ৪৪ লাখ টাকা সহ আনুমানিক ৫০ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে।

সর্বশেষ