জাজিরায় বতর্মান পরিস্থিতি নিয়ে আইন-শৃংখলার বিশেষ সভা

জাজিরায় বতর্মান পরিস্থিতি নিয়ে আইন-শৃংখলার বিশেষ সভা

শরীয়তপুর প্রতিনিধি: বতর্মান পরিস্থিতি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আইন-শৃংখলার বিশেষ সভা করেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা। বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভায় জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মো. বজলুর রশিদ সিকদার বলেন, এতো অন্যায় অত্যাচার, খুন, গুম করেছে, এতো লুটপাট করেছে; তাই পাপের ভার আল্লাহ সহ্য করতে পারে নাই। তাই এতো ঘৃণ্যভাবে শেখ হাসিনার পতন হয়েছে।
আমরা যারা জাজিরায় রাজনীতি করি সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ জনকল্যাণের জন্য রাজনীতি করি। বর্তমান পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে উদ্দেশ্য ডেকেছেন আমাদের করণীয় কি সেটা আমরা উপলব্ধি করতে পারছি। দেশের মুক্তিকামী মানুষের বিজয়ে প্রথমত প্রশাসন তাদের চিন্তা চেতনার পরিবর্তন আনবে এটা আমি অনুভব করি। গত ১৬ বছর প্রশাসনে অনেক স্বাধীনচেতা ভালো কর্মকর্তা থাকার পরেও স্বৈরশাসকের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই। আজকে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। আপনারা দেশের উন্নয়নে চিন্তা পরিবর্তন আনবেন এটা আমরা প্রত্যাশা করি। আমাদের দল জনতার পক্ষে ও আপনাদের সাথে আছে।
এছাড়াও আমাদের লক্ষ্য রাখতে হবে সরকারি সম্পত্তি আমাদের সবার। সুতরাং সরকারি কোনো সম্পত্তিতে আঘাত করা যাবে না।
আর ব্যক্তিগত শত্রুতার জন্য যাতে স্থানীয় ভাবে মানুষের ও সম্পদের কোন ক্ষতি না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে।

সভায় জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জাজিরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আমরা লড়াই করেছি। এদেশের জনগণ শেখ হাসিনা ও আওয়ামী লীগের থেকে বহু আগেই মুখ ফিরিয়ে নিয়েছে৷ তাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এতো মানুষের কস্ট ও শ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নস্ট করার রাজনীতি বিএনপি করে না। যারা হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করছে তারা বিএনপির লোক নয়। একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ার লক্ষে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করে যাবে, ইনশাআল্লাহ। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের বিএনপির নেতাকর্মীদের স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, যে কোন নৈরাজ্যমূলক কার্যক্রম বন্ধ করতে হবে। আজ থেকে যেন স্বাভাবিক জীবন যাপন পরিচালিত হতে পারে, তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। যারা বিভিন্ন অনিয়ম করে আমাদের প্রশ্নবিদ্ধ করতে চায়, আমাদের ছাত্র জনতার অর্জনকে নষ্ট করতে চায়; তাদের প্রতি সতর্ক থাকতে হবে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা বলেন, দ্রুতই সঠিক ও সুন্দর কার্যক্রমের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে যাবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। আমরা একটি সুন্দর জাজিরা চাই। তাই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সুন্দর জাজিরার জন্য কাজ করতে হবে। এজন্য আমি সবাইকে ডেকেছি।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব হাশেমী, জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস মাস্টার, সাংগঠনিক সম্পাদক টিটু আকন, পৌরসভা বিএনপির আহ্বায়ক কাজী নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দবির বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু আলেম ফকির ও সাবেক ছাত্রনেতা এসএম রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সর্বশেষ