আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রতির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জনগনের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে সাম্প্রদায়িক সম্প্রতির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যতিন্দ্র নাথ মিস্ত্রি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. জাকির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা বিএনপি’র আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আফজাল হোসেন সিকদার, সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি রাসেল সরদার মেহেদী, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক মো. মাসুম হাওলাদার, ইমাম মাওলানা ফজলুল হক, হিন্দু সম্প্রদায়ের নেতা দ্বিনেশ চন্দ্র হালদার, ছাত্রদের পক্ষে রাতুল ইসলাম শাহেদসহ অন্যানরা।পরে আন্দোলনে নিহতদের স্মরনে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ