২৪ ঘণ্টার মধ্যে সকাল পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ-আইজিপি

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
আজ বুধবার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে প্রথম সংবাদ সম্মেলনে বলেন আইজিপি ময়নুল ইসলাম।
কিছু উচ্চাভিলাষী, অপেশাদার’ কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করে তাদের বিরুদ্ধে ‘আইনি ব্যবস্থা নেওয়ারও’ হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি।
ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের স্ব স্ব ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।
শেখ হাসিনার সময় দায়িত্ব পাওয়া আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে সরিয়ে মো. ময়নুল ইসলামকে পুলিশের নেতৃত্বে আনার প্রজ্ঞাপন জারি হয় মঙ্গলবার রাতে।
প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, ঠিক তখন পুলিশের শীর্ষ এই পদে পরিবর্তন আনা হয়।
পুলিশের ক্ষমতা হস্তান্তরের কিছু আনুষ্ঠানিকতা থাকলেও এবার সেসবের কিছু হয়নি। বিদায়ী আইজিপি নবনিযুক্ত আইজিপির কাছে দায়িত্বও আনুষ্ঠানিকভাবেও হস্তান্তর করেননি।
ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ‘ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।’
তিনি সবার সহযোগিতা আহ্বান করেন। পুলিশের থানাগুলোকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, সচেতন মানুষ, সাংবাদিকসহ জনসাধারণকে সঙ্গে নিয়ে একটি নাগরিক নিরাপত্তা কমিটি করার নির্দেশ দেন।

সর্বশেষ