গুলিস্তান এলাকা দখলে নিয়েছে আওয়ামী লীগ

কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকা এলাকা নিজেদের দখলে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড ভাগে ভাগ হয়ে গোলাপ শাহ মাজার, পাতাল মার্কেট, বঙ্গবন্ধু স্টেডিয়াম গেট, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্ট সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন৷

এর আগে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা করেন আন্দোলনকারীরা। ১১ টা ৪০ মিনিটে দিকে গোলাপ শাহ মাজারের সামনে থেকে হামলার চেষ্টা করেন তারা৷ এরপরই কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশের রাস্তায় সহ পুরো গুলিস্তান এলাকা নিয়ন্ত্রণে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে ১৫ আগস্ট ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্থগিত হওয়া শোক মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ (সোমবার)।

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি-৩২-এর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ