স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে সাংস্কৃতিক সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি:

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের পরেও স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে শরীয়তপুরে সাংস্কৃতিক সমাবেশ করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় জেলা শহরের চৌরঙ্গীরস্থ বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে থেকে শরীয়তপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শিল্পকলা একাডেমী মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সাধারণ সম্পাদক আমির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দেশ বিরোধী বিএনপি ও নিষিদ্ধ জামাত-শিবির সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

 

সর্বশেষ