সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের HSC পরিক্ষা বর্জনের ঘোষণা

সাম্প্রতি দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্রআন্দলনে সাধারণ শিক্ষার্থীদের উপর চলমান বিভিন্ন হামলা, মামলা ও হয়রানির বিরুদ্ধে ছাত্র আন্দোলন এখনো চলমান। কোটা সংস্কার আন্দোলনে ও সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ সেনাবাহিনীর গুলি করায় অন্তত ২০০জনেরও বেশী শিক্ষার্থী প্রাণ হারায় এবং আহত হয় কয়েক হাজার। এছাড়াও আন্দোলনরত অনেক শিক্ষার্থীকে পুলিশ বিনা চার্জশিটে গ্রেফতার করে এবং অনেক কে রিমান্ডে পাঠানো হয় আদালত থেকে, এই বর্বর নির্যাতন ও হামলার শিকার হন আন্দোলনরত অনেক চলমান এইচএসসি পরিক্ষার্থী। এর প্রতিবাদে গত ৩১ আগষ্ট দেশব্যাপি সকল শিক্ষার্থী ”মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন করেন ও আদালত প্রাঙ্গণে অবস্থান করেন।এর সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ কলেজ এর লোগো ব্যবহার করে পরিক্ষা বর্জনের স্পষ্ট বিবৃতি জানাচ্ছে। দেশের সরকারী বেসরকারি প্রায় অধিকাংশ কলেজ এর শিক্ষার্থীদের এমন বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা যায় যেখানে লেখা আছে, ছাত্রদের উপর হওয়া অত্যাচারের সঠিক বিচার ও সকল নিরাপরাধ শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া হলে কেনো শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করবে না, পরিক্ষা বর্জন করা হলো। চলমান আন্দোলনের জন্য এইচএসসি পরিক্ষা ৪ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে শিক্ষাবোর্ড থেকে। দেশের পরিস্থিতি খারাপ হলে এ সময় সীমা আরো বাড়তে পারে।

সর্বশেষ