জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

হাবিব আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১আগস্ট বিকালে নরসিংদীর রায়পুরা বাজারে আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভুইয়ার সঞ্চলনায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন রায়পুরা নির্বাচনী এলাকার নরসিংদী-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, রায়পুরা উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে সকলে একসাথে কাজ করতে হবে। আমরা আওয়ামী লীগ করি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। তাই এখানে বঙ্গবন্ধুর আদর্শের দলকে বিস্তার ঘটাতে হবে। যারা বিএনপি ও জামায়াতের সাথে আঁতাত রেখে চলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো রকম অনিয়ম, দুর্নীতি মেনে নেয়া হবে না। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় আমরা পালন করব। অত্যন্ত শ্রদ্ধাভরে এই দিনটি আমরা স্মরণ করব। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর পরিক্ষিত ত্যাগী অবহেলিত নেতা কর্মীরা ঐক্যবন্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার জন্য সকল অপকর্ম প্রতিহত করব এবং জমায়েত বিএনপির অগ্নিসংযোগ,ভাংচুর ও নৈরাজ্যের বিরোদ্ধে আমরা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
এ সময় আরো বক্তব্য রাখেন রায়পুরা বাসীর গর্ব জনপ্রিয় নেতা রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মাসুদুর রহমান মাসু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক খাইরুল আলম, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, হাইরমারা ইউপি চেয়ারম্যান ডা: কবীর হোসেন, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ রব মিয়া, অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম ওবাইদুল হক বাবুল, রায়পুরা পৌর আওয়ামী লীগ তথ্য ও গবেষনা সম্পাদক আশিক আফঁজাল সজিব, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন, চান্দারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মো: দানেস আলি ও সাবেক সেক্রেটারী আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জজ মাহামুদ, উপজেলা যুবলীগ নেতা আমজাদ আলী মাষ্টার,পাড়াতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জহির মিয়া, যুবলীগ নেতা সমাজ সেবক ডা: খোকন, শ্রীনগর ইউনয়ন আওয়ামী লীগ নেতা মো: নজরুল ইসলাম, শ্রীনগর ইউনয়ন আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মেম্বার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন দুদু, বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, পাড়াতলী ইউপি সদস্য ফায়েজ উদ্দিন, পাড়াতলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী সিদ্দিক মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, আব্দুল অহাব (অব: পুলিশ),যুবলীগ নেতা কামাল ফরাজী, আজিজ পুরের মেম্বার ইদ্রিছ মিয়া মেম্বার, সমাজ সেবক নান্নু মিয়া, পাড়াতলী ইউপি সদস্য মো: হোসেন মেম্বার ও ৭ং নং ওয়ার্ড মেম্বার আক্তার মেম্বার, পাড়াতলী ইউপি সদস্য ফুল মিয়া মেম্বার, উপজেলা যুবলীগ নেতা পলাশ মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ,মহিলা লীগ,তাঁতী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বশেষ