Mostafijor Rahman Wasim ভৈরবে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Mostafijor Rahman Wasim ভৈরবে  নানা আয়োজনে  জাতীয়  মৎস্য  সপ্তাহ পালিত

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : গড়বো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ  এই প্রতিপাদ্যে কে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে বর্নাট্য র্যালী আলোচনা সভা, পোনা অবমুক্ত  করণসহ নানা আয়োজনে  জাতীয়  মৎস্য সপ্তাহ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে আজ ৩১ জুলাই বুধবার  সকালে উপজেলা পরিষদ  চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে  উপজেলা  পুকুর ঘাটে গিয়ে  শেষ হয় । পরে পুকুরে রুই,কাতলা,মৃগেলসহ বিভিন্ন  প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা  পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, সিনিয়র  মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম , উপজেলা প্রধান স্বাস্থ্য  কমর্মকর্তা ডাঃ বুলবুল  আহমেদ প্রমূখ।  পরে সম্মেলন কক্ষে  উপজেলা  নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা  পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর,বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান  এ্যাডঃ সানজিদা ইয়াসমিন ইয়াসমিন প্রমূখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা সিনিয়র মৎস্য  কর্মকর্তা রাশেদুল ইসলাম ।

সর্বশেষ