ভৈরবে কিশোরীর রহস্যজনক মৃত্যু

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে রুপালী নামে কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে । আজ শুক্রবার দুপুরে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামে নিজ ঘর থেকে পুলিশ রুপালীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । সে আক্কাছ মিয়ার কনিষ্ট কন্যা । নিহতের মা মিনারা বেগম জানায় রুপালী বাড়ির পাশে একটি চিপ কারখানায় কাজ করতো । কিন্ত গতকাল বৃহস্পতিবার রাতে সে পাশের একটি রুমে ঘুমিয়ে ছিলো । আর অন্য রুমে ছিলো মা –ও পরিবারের সদস্যরা । কিন্ত সকাল আনুমানিক ৮ টা বেজে গেলেও রুপালী ঘুম থেকে জেগে না উঠায় তার রুমে গিয়ে দেখে তার দেহ মেঝেতে পড়ে আছে । তারপর হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায় । কি কারনে তার মৃত্যু হয়েছে তা তারা বলতে পারছেনা । এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানায়,নিহতের গলায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে এবং জিহবা বের হয়ে গেছে । মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে ।

সর্বশেষ