মুলাদীতে বিপুল পরিমানে গলদা চিংড়ি রেনু পোনা জব্দ, ১১জনকে আটক করে জরিমানা আদায়

মুলাদীতে বিপুল পরিমানে গলদা চিংড়ি রেনু পোনা জব্দ, ১১জনকে আটক করে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার:-

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে উপজেলা প্রশাসন মুলাদী ও মৎস্য দপ্তর মুলাদী এবং হিজলা, মুলাদী থানা পুলিশ সোমবার দিবাগত অভিযানে ভোলা থেকে আগত ১টি ট্রলারসহ ১৯ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা ( মোট ১১ লাখ ৪০ হাজার) জব্দ করে তা নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ১১ জন কে আটক করা হয়েছে।
আটক ১১ জনের প্রত্যেক কে ৪৫০০ টাকা করে মোট ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ট্রলার টি পরবর্তীতে নিলাম এ বিক্রি করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম,এস আই গোলাম মোস্তফাসহ অন্যানরা।

সর্বশেষ