রোমাঞ্চকর ফাইনালে চ্যাম্পিয়ন ভারত

আকাশ দাশ সৈকত

শেষ ৩০ বলে জয়ের জন্য প্রয়োজন ৩০ রান। উইকেটে দুই অভিজ্ঞ ডেভিড মিলার আর হ্যারি ক্ল্যাসেল। তবে ভারতীয় বোলারদের ডেথ ওভারের দারুণ বোলিংয়ে শিরোপার খুব কাছে গিয়ে ৭ রানের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো দক্ষিণ আফ্রিকাকে।

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১২ রানের মাথায় ওপেনার রজার হেনডিক্স এবং অধিনায়ক মার্করামকে হারিয়ে তারা। চারে ব্যাট করতে নামা স্টুবাসকে নিয়ে অন্য ওপেনার কুইন্টন ডি কক শুরুর প্রতিরোধ গড়তে চাইলেও মাত্র ৩১ রানের মাথায় স্টুবাসকে ফিরিয়ে প্রোটিয়াদের তৃতীয় উইকেটের ৫৮ রানের জুটি ভাঙেন অক্ষর প্যাটেল।

স্টুবাস ফিরলেও পাঁচে নামা ক্যাসেলকে সঙ্গী করে আরেকটি জুটি গড়েন ডি কক। তবে জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ব্যক্তিগত ৩৯ রানে ডি কককে প্যাভিলিয়নে ফিরিয়ে ৩৬ রানের জুটি ভাঙেন আর্শদ্বীপ। ডি কক ফিরলেও ডেভিড মিলারকে নিয়ে পঞ্চম উইকেটের ঝড়ো জুটি গড়েন ক্ল্যাসেল। তবে মাত্র ২৩ বলে ফিফটি করে দলের রানের চাকা সচল রেখে হার্দিক পান্ডিয়ার বলে পান্টের তালুবন্দি হয়ে ফেরার আগে করেন ৫ ছয় ২ চারে ৫২ রান। ক্ল্যাসেলের বিদায়ে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি কেউ। শেষ ওভারে মিলার চেষ্টা করলেও সূর্যকুমারের দারুণ ক্যাচে মিলারকে ফিরিয়ে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে ভারত।

এর আগে আজ বার্বাডোজের কিংস্টন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করলেও ইনিংসের দ্বিতীয় ওভারে কেশব মহারাজের শিকার হয়ে ফিরেন ওপেনার রোহিত শর্মা। এইদিন তিনে ব্যাট করতে নেমে একই ওভারে ফিরেন উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ট। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলা সূর্যকুমার আজ ফিরেছেন রাবাদার শিকার হয়ে মাত্র ৩ রান করে।

দলের এমন অবস্থায় অন্য ওপেনার বিরাট কোহলিকে দারুণ সঙ্গ দেন পাঁচে ব্যাট করতে নামা অক্ষর প্যাটেল। দুজনের গড়া চতুর্থ উইকেটের ৭২ রানের জুটি ভাঙে প্যানেলের রান আউটে। ৩১ বলে ১ চার আর ৪টি ছক্কায় ৪৭ রানে ফিরেন এই অলরাউন্ডার । প্যাটেল ফিরলেও ছয়ে ব্যাট করতে নামা শিবম ডুবেকে নিয়ে আরো একটি জুটি গড়েন পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের ছায়া হয়ে থাকা কোহলি। ৬টি চার আর ২টি মক্কায় ব্যক্তিগত ৭৬ রানে কোহলিকে ফিরিয়ে ভারতের পঞ্চম উইকেটের ৫৭ রানের জুটি ভাঙেন মার্কো জেনসেন। কোহলির বিদায় ১৬ বলে ২৭ রান করে ফিরে ন ডুবেও। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে ইনিংস শেষ করে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে মহারাজ এবং নরকিয়া নেন দুইটি করে উইকেট । একটি করে উইকেট নেন জেনসেন এবং রাবাদা।

 

সংক্ষিপ্ত স্কোর
ভারত ১৭৬/৭ (২০ ওভার)
কোহলি ৭৬ (৫৯) প্যাটেল ৪৭ (৩১)
মহারাজ ২/২৩ নরকিয়া ২/২৬

দ. আফ্রিকা ১৬৯/৮ (২০ ওভার)
ক্ল্যাসেল ৫২ (২৭) ডি কক ৩৯ (৩১)
পান্ডিয়া ৩/২০ বুমরাহ ২/১৮

ফলাফলঃ ভারত ৭ রানে জয়ী

সর্বশেষ