ভৈরবে চেম্বারস অব কমার্স এর নির্বাচনী ফলাফল ঘোষণা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

গতকাল ১০ জুন সোমবার কাদির বক্স সরকারী উচ্চ বিদ্যালয়ে ভৈরব চেম্বার অবকমার্স এর নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তায় ভৈরব চেম্বার অব কমার্স এর নির্বাচন২০২৪ এর নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে এবং নির্বাচন চলা কালীন সময়ে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল মুনসুর এসে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে যান।

বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। উক্তি নির্বাচনে আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, সভাপতি হিসেবে, সিনিয়র সহ সভাপতি পদে আলহাজ্ব মোশাররফ হোসেন, সহ সভাপতি পদে জায়েদুল ইসলাম জাবেদ, বিজয় লাভ করেন। পরিচালক পদে ১৪ জন ও সহযোগী পরিচালক পদে ৪ জন প্রার্থী নির্বাচিত হন।

সর্বশেষ