শাকিব খানের রজতজয়ন্তীতে যা বললেন অপু বিশ্বাস

দেখতে দেখতে ঢালিউডে ২৫ বছর অতিক্রম করলেন শাকিব খান। গত ২৮ মে অভিনেতার রজতজয়ন্তী উপলক্ষে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, নির্মাতা ও চলচ্চিত্রাঙ্গনের সবার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব ও অপু বিশ্বাস। একটি-দুটি নয়, প্রায় ৭০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তারা। যদিও এখন দুজনেই হাঁটছেন ভিন্ন পথে।

তবে অভিনেতার রজতজয়ন্তীর উদযাপন থেকে নিজেকে বঞ্চিত করেননি অপু। অন্য সবার মতো শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।

গত মঙ্গলবার শাকিবকে অভিনন্দন জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন অপু। যদিও ছবির ক্যাপশনে সামান্য রহস্য রেখেছেন এই অভিনেত্রী।

রজতজয়ন্তী উপলক্ষে একটি গণমাধ্যমে শাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি পোস্ট করে ক্যাপশনে অপু লিখেছেন— ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং তাদের সন্তান আব্রাহান খান জয়। এরপর শাকিব খানকে উদ্দেশ করে চিত্রনায়িকা লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অপুর পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে রহস্য। ৭২টি ছবির কথা লিখে এই জুটির নির্মিত সিনেমার সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপু।

তবে কোটি টাকার কাবিন লিখে কী বোঝাতে চেয়েছেন অভিনেত্রী, সেখানে রয়েছে রহস্য। এ ছাড়া স্ত্রী ও তাদের সন্তানের কথা সবারই জানা।

বর্তমানে একসঙ্গে সংসার না করলেও সন্তানের জন্য দেখা সাক্ষাৎ হয় শাকিব-অপুর। বরাবরই ছেলে জয়কে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন দুজন।

সর্বশেষ